jessore-এ কী সমস্যা, বুঝতে পারছেন না অনেকে

তৌহিদ জামান : সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় দেশের পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে রয়েছে যশোরও। এই জেলার নামের ইংরেজি বানান jessore। নিকারের সভায় তা বদলে jashore করা হয়েছে।সরকার-সংশ্লিষ্টরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন। কিন্তু এর বাইরে বিপুল জনগোষ্ঠী…