চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণায় আনন্দ র্যালি করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা।
সোমবার সকালে কলেজ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের নেতৃত্বে র্যালিতে পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, কলেজ অধ্যক্ষ আলাউদ্দীনও র্যালিতে অংশ নেন।
২০০০ সালে জীবননগর আদর্শ মহিলা কলেজ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটিতে প্রায় ৬০০ ছাত্রী অধ্যয়নরত আছে।