কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ শহরের ঘোষপাড়ায় মাশরুম সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন এ সেন্টার উদ্বোধন করেন।
মাশরুম চাষি রফিকুল ইসলামের ঝিনাইদহ মাশরুম সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মাশরুম ইনস্টিটিউটের উপ-পরিচালক ড. নিরোদচন্দ্র সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান, জাতীয় মাশরুম ইনস্টিটিউটের মাশরুম গবেষক ড. আক্তার জাহান কাকন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ফয়সাল আহমেদ, মাশরুম সেন্টারের মালিক রফিকুল ইসলাম ও হালিমা আক্তার। প্রকৌশলী আবুল বাশারের পরিচালনায় অনুষ্ঠানে মাশরুম উদ্যোক্তা ও চাষিরা অংশ নেন।