নড়াইল প্রতিনিধি : নড়াইলে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় আনসার ও ভিডিপি নড়াইল জেলা কমান্ড্যান্টের উদ্যোগে শহরে র্যালি বের করা হয়। র্যালিটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরে প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আতাউর রহমান, সদর উপজেলা কমান্ড্যান্ট মো. জসিম উদ্দিন প্রমুখ অংশ নেন।