নড়াইল প্রতিনিধি : নড়াইলে নানা আয়োজনে যুগান্তর সাংস্কৃতিক সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ পালন উপলক্ষে সংগঠনটি নড়াইলে শোভাযাত্রা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, লোকনৃত্য, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন করা হয়েছে।
বেলা সাড়ে ১১ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রফেসর মুন্সি হাফিজুর রহমান। এ সময় সংগঠনের সভাপতি মলয় কুমার কুন্ডু, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সেখান থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে একই স্থানে এসে শেষ হয়। পরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা ,পুরস্কার বিতরণ ও নাটক অনুষ্ঠিত হবে।