নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবক-যুবতীকে জনতা ধরে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাতে জনতা তাদের উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের ডহর চাঁচুড়ী গ্রাম থেকে আটক করে।
শুক্রবার পুলিশ তাদের প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা হলো উপজেলার ডহর চাঁচুড়ী গ্রামের আফজাল মীরের ছেলে আসাদ মীর (২৫) ও নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের সাঈদের মেয়ে স্বামী পরিত্যক্তা রিয়া বেগম (১৭)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে টাকার বিনিময়ে ভাড়ায় অসামাজিক কাজ করার জন্য আসাদ মীর ও তার দুই সহযোগী একই গ্রামের ফেরদৌস সেখ (২২) ও প্যারিস (২৩) ডহর চাঁচুড়ী গ্রামের আফজাল মীরের বাড়ির নির্জন স্থানে অনৈতিক কাজে লিপ্ত ছিল। ওইসময় জনতা আসাদ মীর ও রিয়া বেগমকে ধরে পুলিশে সোপর্দ করে। অন্য দুই যুবক পালিয়ে যায়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ গণি মিয়া বলেন,‘অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক যুবক-যুবতীকে আদালতে প্রেরণ করা হয়েছে।’