স্টাফ রিপোর্টার : শুক্রবার সকালে বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের (বিএসপি) ১৭৭তম মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব যশোর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সাহিত্য সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান।
অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, আমিরুল ইসলাম রন্টু, কবি মেজর (অব.) পরিতোষ রায়, নূরজাহান আরা নীতি, আরশি গাইন।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, আবুল হাসান তুহিন, রফিকুল পাশা, সাধনকুমার অধিকারী, শাহরিয়ার সোহেল, রহমান মুজিব, কমলেশ চক্রবর্তী প্রমুখ।
১৪২৪ বঙ্গাব্দকে বিদায় এবং ১৪২৫-কে বরণ করার লক্ষে আগামী ৩০ চৈত্র ১৩ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে চারটায় কবিতা পাঠ, আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালিতে সবাইকে অংশ নেওয়ার জন্য সভা থেকে আহ্বান জানানো হয়।
গোলাম মোস্তফা মুন্নার পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।