স্টাফ রিপোর্টার : বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। আসামির নাম কামরুল হাসান জয় (৩৩)। সে কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
২৪ জুলাই বিকাল ৫টায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভারতে যাওয়ার জন্য সে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এসময় তথ্য যাচাই করে দেখা যায়, সে ধর্ষণ মামলার আসামি। পরে তাকে আটক করে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন জানান, তার নামে কিশোরগঞ্জের কুলিয়াচর থানায় ধর্ষণ মামলা রয়েছে।