মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার জেলার মসজিদ, মন্দির, স্কুল-কলেজসহ ৪০টি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রায় ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কামরুন নাহার জলি, জেলা পরিষদ সদস্য আনিচুর রহমান খোকন, সুফিরার রহমান, বগিয়া ইউনিয়ন চেয়ারম্যান মীর রওনক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৪০টি প্রতিষ্ঠানে অনুকূলে সর্বোচ্চ দুই লাখ ও সর্বনিম্ন ৫০ হাজার টাকা হারে চেক বিতরণ করা হয়।