স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ার জোহর বারু ফরেস্ট সিটিতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফট দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। তাদের বাড়ি যশোরের শার্শা ও ঝিকরগাছার।
সোমবার (৯ এপ্রিল) মালয়েশিয়া সময় বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলককুমার মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– যশোরের বেনাপোলের ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২), শার্শার শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) এবং ঝিকরগাছা উপজেলার ছোট-পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২)।
নিহতদের স্বজনেরা জানান, সোমবার বিকেলে জোহর বারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০ তলা ভবনের ৩২ তলায় কাজ করার সময় লিফট ছিড়ে পড়ে তরিক, আজমিন হোসেন ও সালাউদ্দিন নিহত হন।
ইউএনও পুলক মণ্ডল বলেন, ‘খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয়েছি, লিফট ছিড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তিনজনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।’