খুলনা অফিস : প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘সাহসিকতা ও ব¯তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখতে হবে।’
উপদেষ্টা শনিবার সকালে খুলনার একটি অভিজাত হোটেলে দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘লিয়াকত আলী স্মারকগ্রন্থ’-এর প্রকাশনা অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং গণতন্ত্রকে আরও এগিয়ে নিতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও সাহসিকতার সাথে সাংবাদিকতা করতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকরা নির্ভয়ে কাজ করে যাচ্ছে। সাংবাদিকতা শুধুমাত্র সংবাদ প্রকাশই নয় সাংবাদিকদের জনগণ ও দেশের উন্নয়নে সাহসী ভূমিকা রাখতে হবে।’
তিনি পূর্বাঞ্চলের মরহুম সম্পাদকের স্মৃতিচারণ করে বলেন, ‘লিয়াকত আলী শুধু একজন সাহসী ও সৎ সাংবাদিক নয়, তিনি ছিলেন সমাজসেবক ও উন্নয়নের কা-ারী।’
খুলনার দৈনিক পূর্বাঞ্চল ও দি ডেইলি ট্রিবিউনের সম্পাদক বেগম ফেরদৌস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন তালুকদার আব্দুল খালেক এমপি, এস এম মো¯তফা রশিদী সুজা এমপি , মিজানুর রহমান এমপি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, পুলিশ কমিশনার নিবাসচন্দ্র মাঝি, জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্মারক গ্রন্থের ওপর আলোচনা করেন এর সম্পাদক অধ্যাপক গোলাম মো¯তফা সিন্দাইনি ও সম্পাদনা পরিষদের সহ-সভাপতি আহমদ আলী খান। স্বাগত বক্তৃতা করেন দৈনিক পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলী সনি।
প্রধান অতিথি অনুষ্ঠান শুরুর আগে লিয়াকত আলী স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন।