লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে বাজ পড়ে আহম্মদ মুন্সী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আহম্মদ (২৪) মাটিয়াডাঙ্গা গ্রামের নজির মুন্সীর ছেলে।
কোটাকোল ইউপি সদস্য শহিদুল মোল্যা জানান, সকালে আহম্মদ মুন্সীসহ ৫-৭ জন কৃষক ধান কাটার জন্য মাঠে যান। বেলা সাড়ে ১১টার দিকে ঝড়-বৃষ্টির সময় বাজ পড়লে আহম্মদ মুন্সী গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।