স্টাফ রিপোর্টার : ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপারসন শরীফ খানের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি করেছেন যশোরের সাংবাদিকরা। এসপি আশ্বস্ত করেছেন, দ্রুতই তারা হামলাকারীদের গ্রেফতার করতে পারবেন।
রোববার বেলা ১২টার দিকে যশোরের সাংবাদিকরা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি প্রদান করেন। তারা অভিযোগ করেন, ১১ দিন অতিবাহিত হলেও চিহ্নিত সন্ত্রাসীদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ। দুর্বৃত্তরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দ্দৌলা, প্রেসক্লাব সম্পাদক তৌহিদুর রহমান, ফখরে আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মনির।
অবস্থান শেষে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল পুলিশ সুপার আনিসুর রহমানের কাছে স্মারকলিপি দেয়।
এসময় এসপি সাংবাদিকনেতাদের আশ্বস্ত করেন, খুব শিগগির হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
গত ২৪ জানুয়ারি দায়িত্ব পালনকালে বেনাপোলে সরকারি দল আশ্রিত সন্ত্রাসীদের হামলার শিকার হন যশোরের দুই সংবাদকর্মী জিয়াউল হক ও শরীফ খান। ওইসময় তাদের ক্যামেরাও ভেঙে ফেলা হয়।
ঘটনার দিন থেকে সাংবাদিকরা সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন।