সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজুলপুর এলাকায় ইনজিনচালিত ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাহাদাত গাজী (৫০) নিহত হয়েছেন। নিহত শাহাদাত কে লাইন পরিবহনের বাসের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শাহাদাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল তিনটার দিকে চুকনগর এলাকায় তিনি মারা যান।
নিহত শাহাদত গাজী সদর উপজেলার তুজুলপুর গ্রামের মৃত আজিজার রহমান গাজীর ছেলে।
নিহতের আত্মীয় এসআর শুভ জানান, সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে ইনজিনভ্যানযোগে ঝাউডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। তুজুলপুর এলাকায় ইনজিনভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শাহাদাত গাজী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ডাক্তাররা। খুলনা নেওয়ার পথে চুকনগর এলাকায় তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।