ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছেন। নারীঘটিত বিষয়কে নিয়ে শনিবার রাতে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় বলে স্থানীয়রা বলছেন।
আহতরা হলেন, বাদপুকুরিয়া গ্রামের আব্দুল কাদের ব্যাপারী, ইলা বেগম, মানিক হেসেন, রতন আলী, তছুরা বেগম ও মনিরুল ইসলাম। এ ঘটনায় পুলিশ ফারুক ও নুর আলী নামে দুই ব্যক্তিকে আটক করেছে।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হাসানুজ্জামান জানান, বাদপুকুরিয়া গ্রামের জনৈক বিল্লাল হোসেনের সঙ্গে একই গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীর অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে শনিবার রাতে তারাবিহর নামাজের পর মসজিদের বাইরে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ছয়জন আহত হন। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে বলা হয়েছে।
এ ঘটনার জেরে বাদপুকুরিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে।