‘চিকিৎসকশূন্য’ সাতক্ষীরা সদর হাসপাতাল!
আব্দুস সামাদ, সাতক্ষীরা: দীর্ঘদিন কার্যত চিকিৎসকশূন্য অবস্থায় চলছে জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান আশ্রয়স্থল সাতক্ষীরা সদর হাসপাতাল। সার্জারি, গাইনি, চক্ষু, অ্যানেসথেসিয়া, পেডিয়েটিক, ইএনটি, প্যাথলজি ও রেডিওলজিস্টসহ ১৬ জন অভিজ্ঞ চিকিৎসকের পদই শূন্য রয়েছে। ২১ জন চিকিৎসকের পদের বিপরীতে মাত্র পাঁচজন ডাক্তার দিয়েই চলছে ১০০ বেডের এ হাসপাতালটি। জনবলের চরম সংকটের…