এবার কি গতি হবে নড়াইল বাসটারমিনালের!
নড়াইল প্রতিনিধি : নবনির্বাচিত মেয়র আনজুমান আরা দায়িত্ব পাওয়ার আগেই নড়াইল বাসটারমিনালের বিভিন্ন অব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরে নড়াইল বাসটারমিনালের সামনে থাকা ময়লার ভাগাড়, টারমিনালের বিভিন্ন অব্যবস্থাপনা, টারমিনাল ভবন, পৌরসভার নষ্ট হয়ে যাওয়া চারটি ট্রাক, একটি স্কেভেটর ও একটি জিপসহ বিভিন্ন যানবাহনের বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তার সাথে…