চৌগাছা (যশোর) প্রতিনিধি : ‘সারা বিশ্বেরর ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ স্লোগানে যশোরের চৌগাছায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালিশেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ লুৎফুন্নাহার লাকি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজী বিন সা’দের সঞ্চালনায় বক্তৃতা করেন ডা. আসিফ রায়হান, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. ইয়াসির আরাফান, ডা. হাবিবুন্নাহার ফোয়ারা, ডা. নুজহাত নুয়েরী সাওসান, ডা. নিশাত প্রমুখ। অনুষ্ঠানে নার্স, স্বাস্থ্য-সহকারীসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।