নড়াইল প্রতিনিধি : ১৫ লিটার মদ ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন ছোট কালিয়া এলাকার রবি দাস (৩৫) ও তার স্ত্রী রানী দাস (২৮)।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১০টার দিকে ছোট কালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে ১৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
অপরদিকে, কালিয়া পৌরসভার রামনগর এলাকা থেকে হরেন কুমারের ছেলে প্রদীপকুমারকে (৩৩) ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
কালিয়া থানার ওসি (অপারেশন) আমানুল্লাহ আল বারী বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।