চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা শহরের ভিমরুল্লায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে উম্মে সালমা (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
নিহত উম্মে সালমা (৫৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড়ের আলতাফ হোসেনের স্ত্রী। তিনি দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বুধবার রাতে দর্শনা পল্লী বিদ্যুৎ অফিস থেকে স্বামীর মোটরসাইকেলে চড়ে উম্মে সালমা বাড়ি ফিরছিলেন। ভেমরুল্লায় স্পিডব্রেকার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির হেড লাইটের আলোয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে উম্মে সালমা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তার মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।