চৌগাছা (যশোর) প্রতিনিধি : চৌগাছায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির একজন গ্রাহকের বিমা দাবির পাঁচ লাখ ১৭ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে এবিসিডি কলেজের প্রয়াত প্রভাষক মরহুম আলমগীর হোসেনের পরিবারকে পাঁচ লাখ ১৭ হাজার টাকার মরণোত্তর বিমার চেক প্রদান করা হয়।
চেক প্রদান উপলক্ষে কোম্পানির চৌগাছা সাংগঠনিক শাখার উদ্যোগে এবিসিডি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এবিসিডি কলেজের সভাপতি হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিমা কোম্পানির গ্রাহক মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুস শুকুরের পরিচালনায় বক্তৃতা করেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির খুলনা বিভাগের জেভিপি ও ইনচার্জ মোস্তাফা জামান হামিদি। বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, যশোর সার্ভিস সেন্টারের এভিপি নজিব উল্যাহ, ঝিকরগাছা জোনাল অফিস ইনচার্জ ও এবিভপি গাজী মুকিদুল হক প্রমুখ।
আলোচনা শেষে মরহুম আলমগীর হোসেনের স্ত্রী প্রভাষক আছিয়া খাতুনকে বিমা দাবির পাঁচ লাখ ১৭ হাজার টাকার চেক প্রদান করা হয়।