স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলায় ১৫ বছরের এক অবিবাহিত কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে৷
এ ঘটনায় নুর ইসলাম গাজী নামের এক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযুক্ত নুর ইসলাম গাজীকে (৬৫) আটক করেছে।
নুর ইসলাম গাজী জেলার মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাত মাস আগে ওই কিশোরীকে নুর ইসলাম গাজী ফুঁসলিয়ে বাড়ির পাশে শওকত মুহুরির কাঁঠালবাগানে নিয়ে ধর্ষণ করে ৷ এঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতিও দেখায় নুর ইসলাম। এরপর সে একাধিকবার সে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সম্প্রতি কিশোরীর শারীরিক গঠনে পরিবর্তন দেখা দিলে ঘটনা প্রকাশ করে। এর পর তার বাবা বৃহস্পতিবার থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই নুর ইসলাম গাজীকে আটক করে ।
কিশোরীর বাবা জানান, নুর ইসলাম গাজী আগেও গ্রামে এ জাতীয় ঘটনা ঘটিয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহউদ্দীন সাংবাদিকদের জানান, ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ শুক্রবার যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি নুর ইসলাম গাজীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।