শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : মিনি ট্রাকের টায়ার বিস্ফোরিত হয়ে হোসেন আলী (২০) নামের এক তরুণের মুখমণ্ডল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তার অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে কাশিমাড়ী বাজারে চাকা মেরামতের সময় দুর্ঘটনাটি ঘটে। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের শের আলীর ছেলে।
দুর্ঘটনার শিকার তরুণের ভাই ইউসুফ আলী জানান, মেকানিক হোসেন আলী সন্ধ্যার পর পাংচার হওয়া মিনি ট্রাকের চাকা মেরামত কাজ করছিল। টায়ারে বাতাস ঢুকিয়ে পরীক্ষার সময় হঠাৎ তা বিস্ফোরিত হলে তার মুখের বামপাশ ক্ষত্রিগ্রস্ত হয়। দ্রুত স্থানীয়রা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জানান, বিস্ফোরণে ঘটনায় রোগীর বাম পাশের চোয়াল ভেঙে গেছে। এছাড়া অনেকগুলো দাঁত উপড়ে যাওয়ার পাশাপাশি তার মুখের উপর গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। সংকটাপন্ন হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।