নড়াইল প্রতিনিধি : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনজুমান আরাকে সমর্থন দিয়েছে জেলা জাতীয় পার্টি।
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় জাপা নেতারা আনজুমান আরাকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাসচন্দ্র বোস, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনজুমান আরা শুভেচ্ছা বক্তব্য দেন। জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তৃতা করেন জেলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ইমরান, ভারপ্রাপ্ত সেক্রেটারি শিকদার হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন হেকমত, পৌর শাখার সেক্রেটারি সাহিদুল ইসলাম টুকু, জাতীয় শ্রমিকপার্টির সভাপতি তাহাজ্জেত শিকদার, সেক্রেটারি মো. শাফায়েত হোসেন, জেলা যুবসংহতির সভাপতি কাজী শহীদুল ইসলাম, সেক্রেটারি মোস্তাফিজুর মুক্ত, জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব শাহরিয়ার পারভেজ ইমন।
বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনজুমান আরাকে বিজয়ী করতে সকল কার্যক্রমে অংশগ্রহণের ঘোষণা দেন।