নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সিরাজুল ইসলাম হীরকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকাল দশটায় 'চাঁচুড়ী ইউনিয়নবাসী'র ব্যানারে নড়াইল কালিয়া সড়কের বাঁশগ্রাম বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে চাঁচুড়ী ইউনিয়নের কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সিরাজুল ইসলাম হীরক গত ২৬ নভেম্বর সকালে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসের জানাজায় অংশ নিতে নড়াইলের ভওয়াখালীতে যান। ঠিক সেইসময় কে বা কারা সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানকে কুপিয়ে আহত করে। অথচ ওই ঘটনায় চেয়ারম্যান সিরাজুল ইসলাম হীরকের নামে মামলা দেওয়া হয়েছে।
বক্তারা আরো বলেন, উদ্দেশ্যপ্রণোদিত মামলা থেকে যদি চেয়ারম্যানকে অব্যাহতি না দিলে লাগাতার আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা এস এমে আলমগীর হোসেন, চাঁচুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুন্সী লুৎফর রহমান, ডাক্তার রজিবুল ইসলাম মিঠু, চেয়ারম্যান সিরাজুল ইসলাম হীরকের বাবা বেদুইন সাত্তার, স্ত্রী রুনা লায়লা প্রমুখ।