নড়াইল প্রতিনিধি : বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ পেল নড়াইলের কৃষকরা।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক দিপক কুমার রায়। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিশ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল বিশ্বাস জানান, সদর উপজেলায় এবার ৬ হাজার কৃষকের মধ্যে জনপ্রতি দুই কেজি করে বোরো ধানের বীজ বিতরণ করা হবে।