খুলনা অফিস : পাইকগাছায় ট্রাকের ধাক্কায় মফিজুল তলফদার (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাতটার দিকে কয়রা-পাইকগাছা রোডের শিববাটি ব্রিজের সামনে নির্মাণাধীন কৃষি কলেজ-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল পাইকগাছার লক্ষ্মীখোলার মৃত মহিউদ্দিন তরফদারের ছেলে।
নিহতের খালাতো ভাই নজরুল ইসলাম বলেন, খুলনায় মাছ বিক্রি করে ভোরে মফিজুল ট্রাকে চেপে বাড়ি ফিরছিলেন। ওই সময় পেছন থেকে পাথরভর্তি একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মফিজুল বাগদা চিংড়ি মাছ ব্যবসায়ী ছিলেন বলে তিনি জানান।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, কৃষি কলেজের সামনে রাখা একটি ট্রাকে ছিলেন মফিজুল। এসময় খুলনা থেকে কয়রাগামী পাথর ভর্তি আরেকটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মফিজুল মারা যান।