পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় সাকিব (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সাকিব উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের হাফিজুল সরদারের ছেলে।
তিনি তার চাচা আলামিন সরদারের সাথে মোটরসাইকেলে বিকেল সাড়ে চারটার দিকে কপিলমুনির দিকে যাওয়ার সময় হাবিবনগর এলাকায় বিপরীতমুখী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সাকিব গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
ওসি এজাজ শফী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।