পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।
বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। মোট ৬৬ জন ভোটারের মধ্যে ৬৫ জন ভোট দেন। নির্বাচনে ১১ পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী নির্বাচনে সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আট প্রার্থী এবং সভাপতিসহ বিএনপি সমর্থিত প্যানেলের তিন প্রার্থী জয়ী হয়েছেন।
জিএম আব্দুস সাত্তার ৪২ ভোট পেয়ে আবার সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুকান্তকুমার রায়।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও জিএম আমজাদ হোসেন, যুগ্ম-সম্পাদক অজিৎকুমার সরকার, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক সরদার সুবেহ সাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শংকরকুমার ঢালী, লাইব্রেরি সম্পাদক সাইদুর রহমান মিঠু, সদস্য যথাক্রমে অনাদিকৃষ্ণ মণ্ডল, সমরেশচন্দ্র মণ্ডল ও শেখ আবুল কালাম আজাদ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোজাফ্ফর হাসান।