বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (১৭ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মেয়র পদে সাতজন ও সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন মনোনয়ন জমা দেন।
এদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যান্ত উপজেলা রিটার্নিং অফিসার সাইফুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হয়।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র কামরুজ্জামান বাচ্চু, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল হাই মনা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী ইনামুল হক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নূর মোহাম্মাদ ফকির, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী আবু তাহের সিদ্দিকী, স্বতন্ত্র আফজাল হোসেন সঞ্জিব (আওয়ামী লীগ বিদ্রোহী) এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নয়জন মনোনয়নপত্র জমা দেন।