মাগুরা প্রতিনিধি : সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, বিএনপির কাজ হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা। সম্প্রতি বিএনপি-জামায়াত জোট বাসে অগ্নি সংযোগ করে বিপদে পড়েছে। দেশের জনগণ এটি ভালোভাবে নেয়নি। বিএনপি নির্বাচনে যায় সেটিকে বিতর্কিত করার জন্য।
সোমবার দুপুরে জেলা যুবলীগ আয়োজিত বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে শহরের সেগুনবাগিচা এলাকায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।
তিনি আরো বলেন, আমাদের ভালো থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত হয়েছে। তার ছবিতে আগুন দিলে আওয়ামীলীগ নেতাকর্মীরা তা মেনে নেবে না।
তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে। অস্ত্রের নল দেখিয়ে সামরিক উর্দি পরে দল গঠন করে রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্র ক্ষমতায় এসে বিএনপি দেশকে অকার্যকর সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল।