সুবর্ণভূমি ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) আজ শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
যশোর শহরের ভোলা ট্যাঙ্ক রোড এলাকায় মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু।
উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা সভাপতি কমরেড নাজিমউদ্দিন, গাজী আব্দুল হামিদ, মিজানুর রহমান, সখিনা বেগম দিপ্তি, বিপুল বিশ্বাস, চৈতন্য কুমার পাল, নূর আলম, হাসান আলি প্রমুখ।
মানববন্ধনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যশোর জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশনসহ আইসিইউ চালু, প্রত্যেক ইউনিয়ন থেকে করোনার স্যাম্পল সংগ্রহ ও প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন এমবিবিএস ডাক্তার নিয়োগ, সেনাবাহিনী বা পুলিশকে দেওয়া মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করে করোনাকালীন খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।