লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নড়াইলের লোহাগড়া শহর লকডাউন ঘোষণা করা হয়েছে; যা আজ শুক্রবার বিকেল থেকে কার্যকর হচ্ছে।
বৃহস্পতিবার বিকেল থেকে এই সংক্রান্ত প্রচার চালানো হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় করোনাভাইরাসে আক্রান্তের হার দিন দিন বাড়ছে। এই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকা শুক্রবার বিকেল থেকে লকডাউন করা হয়েছে। লকডাউন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কাঁচাবাজার, মুদি দোকান সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। শুধু ওষুধের দোকান খোলা রাখা যাবে এর বাইরেও। অন্য সব দোকানপাট বন্ধ থাকবে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুলকুমার মৈত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগেও লোহাগড়া শহরে একদফা লকডাউন কার্যকর করা হয়।