মাগুরা প্রতিনিধি : শনিবার সন্ধ্যায় ট্রাকচাপায় অর্চনা বিশ্বাস (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালক শামীম (৩২) ও দুজন ভ্যানযাত্রী আহত হন।
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া-কালীগঞ্জ সড়কের চতিয়ার ঢাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত অর্চনা শালিখা উপজেলা গেড়ামারা গ্রামের রতন বিশ্বাসের স্ত্রী।
রতন বিশ্বাস বলেন, 'অর্চনাকে ডাক্তার দেখানোর জন্য বিকেলে বাড়ি থেকে ভ্যানযোগে আড়পাড়া বাজারের দিকে যাচ্ছিলাম। রাস্তায় সারবাহী একটি ট্রাক এসে ভ্যানসহ আমার স্ত্রীকে চাপা দেয়। তার লাশ ট্রাকের নিচে রয়েছে।'
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, চতিয়ার ঢাল এলাকায় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ভ্যানসহ ওই মহিলা ট্রাকের নিচে চাপা পড়েন।
এ রিপোর্ট লেখার সময় মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল পুলিশের সহায়তায় লাশ উদ্ধারে কাজ করছিল।