ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচন উপলক্ষে শৈলকুপায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসারদের হাতে ইভিএম-সহ ভোটের অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।
শৈলকুপা নির্বাচন অফিস থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ প্রিজাইডিং অফিসারদের হাতে এসব সামগ্রী তুলে দেন। সেসময় সবাই ইভিএম নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা দেন।
পৌর নির্বাচনের নয় নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল খায়ের বলেন, 'আমরা ভোটের সামগ্রী বুঝে পেয়েছি। পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা দিচ্ছি। কেন্দ্রে পৌঁছে সেখানকার ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে রাতের মধ্যেই।'
আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ পৌরসভায় মেয়র পদে চার, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডের ২৮ হাজার ৬৩২ জন ভোটার ১৫টি কেন্দ্রের ৯২টি কক্ষের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে নির্বাচন অফিস জানিয়েছে।