কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নারী-শিশু সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করেছেন।
আজ বেলা ১১টার দিকে শৈলকুপার গোবিন্দপুর এলাকায় শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস দুটি পাশ কাটাতে গিয়ে সংঘর্ষ ঘটে। এসময় একটি বাস উল্টে রাস্তার পাশে পড়ে যায় । এতে বাসটির যাত্রীরা আহত হন।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, পাশ কাটিয়ে দ্রæত গতিতে যাওয়ার চেষ্টা করলে দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।