ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সংঘাতপ্রবণ শৈলকুপা পৌরসভা নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ইতোমধ্যে পুলিশ, বিজিবি টহল শুরু করেছে নির্বাচনী এলাকায়।
শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ জানান, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন কেন্দ্রে দুইজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, ৪০০ পুলিশ সদস্য এবং ১৩৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ভোট সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামীকাল শনিবার ১৬ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
এখানে মেয়র পদে চার, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডের ২৮ হাজার ৬৩২ জন ভোটার ১৫টি কেন্দ্রের ৯২টি কক্ষের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।