সাতক্ষীরা প্রতিনিধি : শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের বাদঘাটা গ্রামে একটি কালভার্টের নিচ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে স্থানীয় টার্মিনাল মসজিদের মোয়াজ্জেম সামছুর রহমান মসজিদে যাওয়ার সময় কান্না শুনতে পেয়ে নবজাতককে উদ্ধার করে।
সামছুর রহমান জানান, ফজরের আজান দিতে যাওয়ার পথে তিনি কালভার্টের নিচে নবজাতকের কান্না শুনতে পান। এরপর তিনি নবজাতকটি উদ্ধার করে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারীর সহায়তায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা বলেন, নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সে সুস্থ আছে।