কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : ৩০ জানুয়ারি কলারোয়া পৌরসভা নির্বাচন থেকে সরে গেলেন স্বতন্ত্র (বিএনপি) মেয়র প্রার্থী গাজী আক্তারুল ইসলাম। সোমবার বিকেলে পৌর সদরের গদখালী গ্রামের নিজবাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। আক্তারুল ইসলাম বর্তমানে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক। তিনি কলারোয়া পৌরসভার প্রথম ও দ্বিতীয় তথা দুইবারের নির্বাচিত মেয়র। শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলা কার্যক্রম বর্তমানে শেষপর্যায়ে। তিনি সেই মামলার আসামি।
সংবাদ সম্মেলনে আক্তারুল ইসলাম বলেন, ‘যেহেতু দলীয় নমিনেশন পাইনি, তাই স্বতন্ত্র মেয়র প্রার্থী থেকে সরে যাওয়ার ঘোষণা দিলাম। তবে, আমার স্ত্রী নার্গিস আক্তার জগ প্রতিক নিয়ে নির্বাচন করছেন। তার জন্য দোয়া ও ভোট প্রার্থনা করছি।’