কেশবপুর (যশোর) প্রতিনিধি: মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির মধুপল্লি-সংলগ্ন কপোতাক্ষ নদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আটটি দল এতে অংশ নেয়।
আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে নদের দুই পাড়ে হাজারো মানুষ ভিড় করেন।
প্রতিযোগিতায় কাশিডাঙ্গা চাম্পিয়ন এবং সাগরদাঁড়ি রানারআপ হয়েছে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল।