মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে সমাপ্তি খাতুন (২১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার সরসকাঠি গ্রামে বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সমাপ্তি ওই গ্রামের মফিজুর রহমানের মেয়ে।
তিন বছর আগে তার বিয়ে হয়েছিল। দেড় বছর আগে তিনি স্বামী পরিত্যক্তা হয়ে বাবার বাড়িতে চলে আসেন।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, সকালে নামাজ পড়ে নিজের ঘরে ঢোকেন সমাপ্তি। দীর্ঘক্ষণ মেয়ের সাড়াশব্দ না পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে দরজা ভেঙে তার বাবা-মা দেখতে পান নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন সমাপ্তি। দ্রুত তাকে উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে নিলে চিকিৎসক সমাপ্তিকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এসআই রসুল বলেন, 'সমাপ্তির আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে, স্থানীয়রা বলাবলি করছেন আবারো মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তার পিতা-মাতা। কিন্তু সমাপ্তি বিয়েতে রাজি হচ্ছিলেন না। পিতা-মাতার উপর অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।'