সুবর্ণভূমি ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বৃহস্পতিবার দিবাগত রাতে হওয়া এই ভূমিকম্পে আহতের সংখ্যাও তিনশ ছাড়িয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে কম্পনের পর কোয়েটা শহরের আতঙ্কিত মানুষজনকে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়াতে দেখা গেছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭ এর মতো হতে পারে।
কোনো কোনো গণমাধ্যমের প্রতিবেদনে এই মাত্রা ৫ দশমিক ৯ বলা হয়েছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হারনাই জেলায়।
কোয়েটা, সিব্বি, পিশিন, মুসলিম বাগ, জিয়ারাত, কিলা আবদু্ল্লাহ, সানজাবি, জোভ ও চমন শহরেও কম্পন অনুভূত হয়েছে।
হারনাই প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্ব দিকে অবস্থিত, এখানে অনেকগুলো কয়লাখনি আছে।
ভূমিকম্পে শতাধিক মাটির ঘর ধসে পড়েছে, অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন হারনাইয়ের ডেপুটি কমিশনার সোহাইল আনোয়ার।
উদ্ধারকর্মীরা জানান, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
আহতদের অনেককে রাস্তার ওপর স্ট্রেচারেই চিকিৎসা দিতে হয়েছে, এসময় চিকিৎসকদেরকে টর্চের বদলে মোবাইল ফোনের আলো ব্যবহার করতে হয়েছে।
গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
সূত্র: ডন, রয়টার্স, বিবিসি, বিডিনিউজ