স্টাফ রিপোর্টার: চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।
শুক্রবার বিকেলে যশোর শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তৃতা করেন পার্টির জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, কৃষকনেতা শাহাবুদ্দিন বাটু প্রমুখ।
নেতারা বলেন, চাল, ডাল, তেল, সবজি, মাছ-মাংসের বাজারে যেতে পারছেন না গরিব মানুষ। বাজারে এখন আগুনের হল্কা।
তারা বলেন, করোনাকালে প্রায় দুই কোটি মানুষ চাকরিহারা, খুদে ব্যবসায়ীরা হারিয়েছেন তাদের ব্যবসা। এই সমস্ত মানুষের মাঝে এখন হাহাকার। অথচ, ওইসময়ে ধণিক শ্রেণির মানুষের শিল্প-কলকারখানা চলেছে; তাদের দেওয়া হয়েছে সরকারি প্রণোদনা। বড়লোকদের সবকিছু ঠিকঠাক চললেও গরিবের জন্যে কিছুই করা হয়নি।
তারা অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।