কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নানা আয়োজনে জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ সকালে শ্রমিকলীগ কার্যালয় চত্বরে কেক কেটে দিবসটির সূচনা করা হয়। এরপর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলি খানের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় জেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক এইচ এম মতিউর রহমানসহ শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।