মাগুরা প্রতিনিধি: মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে আজ মঙ্গলবার থেকে সাতদিনব্যাপী নতুন রেফারি প্রশিক্ষণ ও রিফ্রেসার্স কোর্স শুরু হয়েছে।
সকাল সাড়ে দশটায় কোর্সের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
উদ্বোধন অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির, মাগুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান লাজুক এবং রেফারি প্রশিক্ষক এহসানুল হক ও নাজমুল হাসান।
মাগুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এ কোর্সে ৭০ জন নতুন পুরুষ ও নারী রেফারি অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।