মাগুরা প্রতিনিধি: বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লিগ উদ্বোধন করা হয়েছে।
মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ শুক্রবার বিকেলে স্থানীয় আছাদুজ্জামান স্টেডিয়ামে লিগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজকুমার কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ইমরুল হাসান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিজিএম জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন এবং মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক।
উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান স্পোর্টস অ্যাকাডেমি মুখোমুুখি হয় শ্রীপুর উপজেলার জোকা যুব সংঘের। উত্তেজনাপূর্ণ এ খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটে আছাদুজ্জামান স্পোর্টস অ্যাকাডেমির খালিদ বল জড়িয়ে দেন। এর পর আর কোনো গোল না হওয়ায় ন্যূনতম ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আছাদুজ্জামান স্পোর্টস।
এবারের লিগে জেলার ২৪টি ফুটবল দল ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।
শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় সদরের শ্রীরামপুর ফ্রেন্ড ক্লাব মুখোমুখী হবে মীর তৈয়ব আলী ফুটবল অ্যাকাডেমির। দ্বিতীয় খেলায় সদরের পারলা মুসলিম স্পোর্টিং ক্লাব মুখোমুখী হবে প্রভাতি স্পোর্টিং ক্লাবের।