স্টাফ রিপোর্টার: খুলনা রেলওয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম বলেছেন, চলন্ত ট্রেনে পাথর ছুড়লে জানমালের ব্যাপক ক্ষতি হয়। এমনকী জীবন পর্যন্ত চলে যেতে পারে। আমরা নিজে নিজে থেকে সচেতন হই এবং পাথর ছোড়া থেকে বিরত থাকি। আর এজন্য জনসচেতনার বিকল্প নেই। কঠোর আইন করে এসব প্রতিরোধ করা সম্ভব নয়।
রোববার বিকেলে যশোর রেলস্টেশনে আয়োজিত জনসচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।
ওই সময় খুলনা জিআরপি থানার ওসি খবির উদ্দিন, যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে ট্রলিতে করে খুলনা থেকে এসে বসুন্দিয়া, অভয়নগর ও বেজেরডাঙ্গা এলাকায় একই ধরনের সচেতনতামূলক সভা করে এসপি যশোরে পৌঁছান।