স্টাফ রিপোর্টার: আগামী ১ অক্টোবর থেকে যশোরে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় দেশের ৮টি ক্রীড়া সংস্থা অংশ নেবে।
আগামী ৪ অক্টোবর প্রতিযোগিতার সমাপনী।
বুধবার বেলা ১১টায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর সংবাদ সম্মেলনে এই তথ্য উপস্থাপন করেন।
তিনি বলেন, করোনার কারণে দীর্ঘদিন আমরা খেলাধুলার বাইরে ছিলাম। এখন করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের আমরা মাঠে প্রবেশ করছি।
যশোর জিমনেশিয়ামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় চট্টগ্রাম, চাঁদপুর, ঢাকা, গাজীপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা ও স্বাগতিক যশোর অংশ নেবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মকছেদ শফী, শহিদুর রহমান শহিদ, সাঈদা বানু, আকসাদ সিদ্দিকী শৈবাল, সোহেল আরমান নিশাদ, নাসির পলাশ, রায়হান সিদ্দিকী প্রবাল প্রমুখ উপস্থিত ছিলেন।