সুবর্ণভূমি ডেস্ক: প্রায়ই কি আপনার কান চুলকায়? এটি বেশ অস্বস্তিকর। অনেক সময় তো চুলকাতে চুলকাতে দাগ বসে যায়। কেউ কেউ কটন বাড দিয়ে কান চুলকানোর চেষ্টা করেন। এতে উপকারের তুলনায় অপকারই বেশি হয়। কটন বাড কানের নালিকে ক্ষতিগ্রস্ত করে।
তবে কান চুলকানোর সমস্যা অনেকের বেশি হয়। কান কেন চুলকায়, জেনে নিন। এতে সমস্যা থেকে রেহাই পাওয়া অনেকটা সহজ হবে।
চুলকানি
কানে প্রায়ই কিছু ঢোকানোর কারণে চুলকানোর সমস্যা হতে পারে। যেমন—কটন বাড, ইয়ার প্লাগ ইত্যাদি। ঘন ঘন এ ধরনের বস্তুর সংস্পর্শে আসার কারণে কানে প্রদাহ তৈরি হতে পারে। এ ছাড়া সাঁতার, গোসল, কসমেটিকস, একজিমা ইত্যাদি কারণেও কানে চুলকানোর সমস্যা হয়।
আঁচড়ের দাগ
কান চুলকালে আপনি কী করেন? ভালো উপায় হলো কিছু না করা। কটন বাড বা আঙুল দিয়ে কান চুলকাতে গেলে কানের নালিকে বিরক্ত করা হয়। এতে প্রদাহ বাড়ে, জ্বালাপোড়া তৈরি হয়, দাগ পড়ে।
প্রদাহ
চুলকানি হালকা হলে চুলকানোর দরকার নেই। চুলকানোর পাশাপাশি এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে কানে প্রদাহ হচ্ছে।
• কানে ত্বক শুষ্ক থাকা
• কানের নালির শুরুতে খসখসে আবরণ
• নালিতে লালচে ভাব
• ব্যথা
• কান থেকে রক্ত বা তরল জাতীয় জিনিস বের হওয়া
• শোনায় অসুবিধা
• ঝিমুনি ভাব
এসব সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান। চিকিৎসক নিরাপদে কান পরিষ্কার করে দেবেন। এ ছাড়া প্রদাহ দূর করতে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খেতে পারেন।
সূত্র: এনটিভি