পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে লাইব্রেরি মিলনায়তনে নারী সহায়তা সেলের আহবায়ক কবরী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।
অনুষ্ঠানে খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার আট উপজেলার ২৫ মেধাবী ছাত্রীকে আরএফএল গ্রুপের সহযোগিতায় ২৫টি বাইসাইকেল প্রদান করা হয়।
প্রধান অতিথি পুলিশ সুপার এসএম শফিউল্লাহ তার বক্তৃতায় বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে উপেক্ষা করে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার নারীশিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিয়েছে।
প্রভাত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ওসি এজাজ শফী, মো. রশীদুজ্জামান, অধ্যক্ষ মিহিরবরণ মন্ডল, হাবিবুল্লাহ বাহার, কবির আহম্মেদ, বিধানচন্দ্র সাধু, অবসর পরাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, লাইব্রেরি সভাপতি অধ্যাপক কালিদাশ চন্দ্র প্রমুখ।